শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত: আহত ৩

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

শ্রীবরদী ( শেরপুর ) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মরিয়ম (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সকালে শেরপুর – শ্রীবরদী সড়কের শ্রীবরদী পৌরসভার মথুরাদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই মথুরাদী গ্রামের মুক্তার আলীর মেয়ে। এঘটনায় আরো তিন শিশু গুরুতর আহত হয়েছে। আহতরা হলো মথুরাদী গ্রামের মুক্তার আলীর আরেক মেয়ে মায়মুনা (৭), হাবিবুল্লাহর মেয়ে মিম (১১) ও সুমন মিয়ার মেয়ে মাসুমা (১০)।

 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মরিয়ম, মায়মুনা, মিম ও মাসুমা মথুরাদী এলাকায় জামিয়া ইসলামিয়া বাইতুলনুর মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাদরাসা কাছে পৌছালে শেরপুর থেকে শ্রীবরদী গামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মরিয়ম, মায়মুনা, মিম ও মাসুমা গুুরতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার মরিয়ম ও মায়মুনার অবস্থা আশংকা জনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।