ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন আর নেই

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি  :
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন (৫১) শনিবার (৩০এপ্রিল/২০২২) বিকাল ৫টা ২০মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—- রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর দেওয়ান মাসুদুর রহমান খান সুজন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে- এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

তিনি জানান, আগামীকাল শনিবার ড. সামীউল আলম লিটনের বাবার মৃত্যুর বার্ষিকী। এ উপলক্ষে কবর জিয়ারত, ইফতার ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের আত্মীয়-স্বজনদের নিয়ে এ সংক্রান্ত আলোচনাকালে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের নিজবাড়ি বারুয়ামারীতে অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড.লিটন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে তিনি মাঠে নেতাকর্মীদের উজ্জীবিত করাসহ দলীয় কর্মকা-ে নিবিড়ভাবে কাজ করছিলেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সংক্রান্ত উপকমিটির সদস্য ছিলেন।

তিনি নাসিরাবাদ কলেজ ছাত্রলীগের মাধ্যমে বঙ্গবন্ধু’র আদর্শে ১৯৮৬ থেকে ৯০সন পর্যন্ত ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগে ১৯৯৩-৯৪সনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬-৯৭সনে তিনি শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে ভিপি নির্বাচিত হন। ঢাকা মহানগর ছাত্রলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৮সন পর্যন্ত বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ পদে কাজ করেন। যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬সনে বঙ্গবন্ধু পরিষদ গৌরীপুর উপজেলা শাখার আহবায়ক, ২০১৮সনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেন।

তিনি বারুয়ামারী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, মসজিদ কমিটি, ভাংনামারী ঈদগাঁ মাঠ কমিটি, পজিটিভ থিংক ফাউন্ডেশন, আমজাদীয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফাইটো ক্যামিকেল সোসাইটি অফ নর্থ আমেরিকা, ইন্টারন্যাশনাল শিশু ক্যান্সার ফোরাম, ব্রিটিশ কলাম্বিয়া, জাপান উড্ রিচার্স সোসাইটি, জাপান, আন্তর্জাতিক রিয়ার সুগার রিচার্স সোসাইটি, জাপান, কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের আজীবন সদস্য ছিলেন।

তিনি ইতোমধ্যে রোটারী ইন্টারন্যাশনাল স্কলারশীপ জাপান, জাপান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন স্কলারশীপ, কৃষি বিশ^বিদ্যালয় স্কলারশীপ অর্জন করেন। তিনি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়েও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় থেকে বিএসসি, কাগওয়া বিশ^বিদ্যালয় জাপান থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রী, পোস্ট ডক্টরেক্ট ডিগ্রী অর্জন করেন।

তাঁর স্ত্রী কৃষিবিদ ডক্টর দীদার সুলতানা চৈতী বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজীপুরে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
ড.লিটন ১৯৭১সনের ২৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ারীমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলহাজ¦ ডা. সোলায়মানের পুত্র।

ড. সামীউল আলম লিটন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের একজন সক্রিয় স্বজন ছিলেন। তার মৃত্যুতে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।