মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে সোনালী ব্যাংকের কর্মশালা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

মো. আবুল কালাম আজাদ :

মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে সোনালী ব্যাংক লিমিটেডের মানি লন্ডারিং এন্ড টেররিজম ফাইন্যাসিং প্রিভেনশন বিভাগ শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় জোনের ছয়টি প্রিন্সিপাল অফিসের প্রধান, কর্পোরেট শাখা প্রধানসহ ১ শত ১ টি শাখার ম্যানেজারের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করে। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার লুৎফুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক মো. আবুল কালাম আজাদ।

সোনালী ব্যাংকের ময়মনসিংহস্থ প্রশিক্ষণ হলরুমে ‘গ্রাহক হিসাবের মৌলিক তথ্য হালনাগাদকরণ’ শীর্ষক কর্মশালায় প্রত্যেক গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে তার পরিচিতি, ঠিকানা ও মুঠোফোন নম্বর নিশ্চিত করা সহ হিসাবের নমিনীর তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করতে ব্যাংকের প্রধান কার্যালয়ের অভিজ্ঞ কর্মকর্তাগণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন।

কর্মশালার প্রধান অতিথি প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ তার বক্তব্যে বলেন, ব্যাংকের প্রতিটি গ্রাহকের হিসাবে জাতীয় পরিচয় পত্রের নম্বর, স্থায়ী ঠিকানা এবং মুঠোফোন নম্বর সংরক্ষণ নিশ্চিত করলে ব্যাংকার নিরাপদ থাকবে, ব্যাংক নিরাপদ থাকবে এবং সর্বোপরি বাংলাদেশ নিরাপদ থাকবে।

কর্মশালায় ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার, এ কে এম শামছুল ইসলাম, হাসান হাফিজুর রহমান, মো. জাহিদ ইকবাল, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, হীরালাল দাস, শ্যামল কুমার মন্ডল, মো. নাজিম উদ্দীন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান, মো. নুরল ইসলাম, চন্দন কুমার সাহা, মো. মেহেদী হাসান, আব্দুলাহ আল মামুন, মো. আব্দুল আওয়াল, মুহাম্মদ এনামুল হক, এস এম আনছারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালা সমন্বয়কারী সোনালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, সুব্রতা সুইটি, ইমরুল কায়সার, প্রিন্সিপাল অফিসার মো. আবুল কালাম আজাদ, আফসানা কাওসার, মাশরুফা তানজিলা, মুজাহিদ হোসেন, ইবনে মিজান, মো. তারিকুল ইসলাম, তফাজ্জল হোসেন, মোসলেমা বেগম, মোহাম্মদ মাহমুদুল হক, সিনিয়র অফিসার শর্মিষ্ঠা সরকার, মৃধা বিলকিস, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ বিভিন্ন দায়িত্ব পালন করেন।