তারাকান্দায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্বোধনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হক।

তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয়,ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক সু-রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং সবার জন্য বিদ্যুৎ এ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ ৫০ জন অংশগ্রহণ করেন।