ময়মনসিংহে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে নগরীরর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও পরে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসকন ময়মনসিংহ সাধারণ সম্পাদক শ্রী নিধি কৃষ্ণ দাস এর সভাপতিত্বে এবং আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী শংকর সাহা এর সঞ্চালনায় আলোচনায় পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে, ইসকন মন্দিরের অধিনায়ক শ্রী অশেষ কৃষ্ণ দাস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফালগুনী নন্দী, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, উপদেষ্ঠা কমিটির সদস্য তপন পালসহ বিপুল সংখ্যাক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রথযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। রথযাত্রাটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে রথ টান দিয়ে নগরীর কাচিঝুলি মোড়, টাউন হল মোড়, জিলা স্কুল রোড মোড়, নতুন বাজার, গাঙ্গিনার পাড়, স্টেশন রোড, রেলির মোড়, বড় কালিবাড়ি, থানার ঘাট, জুবুলি ঘাট, বড় বাজার, ছোট বাজার রোড হয়ে দূর্গাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যাক ভক্তবৃন্দ রথের দড়ি ধরে অংশ গ্রহণ করেন। পরে দুর্গাবাড়ি মন্দিরে নানা অনুষ্ঠানাদি পালিত হয়। আগামী ৯ জুলাই একই ভাবে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। অপরদিকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ময়মনসিংহ গন্ধবণিক সম্প্রদায় এর উদ্যোগে বিকাল ৩টায় জুবিলী ঘাট সংলগ্ন রঘুনাথ জিউর আখরা থেকে রথ টান দিয়ে বড় বাজারে এসে শেষ হয় এবং সেখানে রকমারি পন্যের মেলা বসে।