গফরগাঁওয়ে ৪টি ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠানে ৭২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ময়মনসিংহ জেলা অফিস অভিযান পরিচালনা করে ৪টি ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে পৌর শহরের বাজার এলাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে ৪টি ফার্মেসিতে প্রচুর পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এই অপরাধে মামুন মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, হাজী মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, সুমন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মম মেডিকেল হলকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারণে ঢাকা সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। অভিযানে সার্বিক সহযোগিতা করে গফরগাঁও থানা পুলিশ।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।