মায়ের পরকিয়ায় প্রান দিতে হলো ঈশ্বরগঞ্জের শিক্ষার্থী পারভেজকে : র‌্যাবের হাতে আটক-৫

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলার ৫ আসামী আটক করেছে র‌্যাব-১৪।

আটককৃতরা হলো মরিচারচরের নিহত পারভেজের মা রুজিনা আক্তার(৩০) এমদাদুল হক (৩৮), মোঃ গনি (৪৫), সুলতান উদ্দিন (৪০) ও রুহুল আমিন(৫৮)। বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউজ সংলগ্ন র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১১ অক্টোবর জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলা নামাপাড়া নদের পাডা থেকে পারভেজ মোশাররফ (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

এ সংবাদে উদ্ধার র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার তদন্ত শুরু করে । ঘটনাস্থল দর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং বিশ্লেষণ করে নিবিড় তদন্ত শেষে র‌্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে।

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বৃহস্প্রতিবার ভোররাতে আসামীদের আটক করতে সম হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত শিক্ষার্থী পারভেজের মা রোজিনার এমদাদুল হকের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি পারভেজ জানতে পারলে রোজিনা ও এমদাদুল হক দুজনে পারভেজকে হত্যার পরিকল্পনা করে। পরে অন্যান্য আসামীদের অর্থের বিনিময়ে ভাড়া করে তাদের সহায়তায় পারভেজকে হত্যা করে বলে আটককৃতরা র‌্যাবের কাছে স্বীকার করে। এ ঘটনায় আটককৃতদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।