বাকৃবিতে ‘‘শোকাবহ আগস্টঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

বাকৃুবি ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর উদ্যোগে ‘‘শোকাবহ আগস্টঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভা ২৪ আগস্ট ২০২২ বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বাকৃবি এর সভাপতি প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার এর সভাপতিতে ¡আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক জনাব এ. কে. এম. আফজলুর রহমান বাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি এর গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. পূর্বা ইসলাম এর সঞ্চালনায়অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক চৌধুরী, নীল দল আহবায়ক প্রফেসর ড. সৈয়দ মোঃ এহসানুর রহমান,প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, কৃষিবিদ ইন্সটিটিউশন বাকৃবি এর সাধারণ সম্পাদক প্রফেসর সাজ্জাদ হোসেন সেলিম বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদীহাসান, আমরা ক’জন মুজিব সেনা ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদকমোঃ কাজী নূরে নবী এবংবাকৃবি ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনসহ ময়মনসিংহের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানেবাকৃবিরগণতান্ত্রিক শিক্ষক ফোরামের শিক্ষকমন্ডলী,কেন্দ্রীয় এবং জেলারনেতৃবৃন্দ এবংছাত্রলীগ উপস্থিত ছিলেন ।