ধোবাউড়ায় পোড়াকান্দুলিয়া বাজারে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের সদর বাজারে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে সোমবার ভোর বেলায় হটাৎ দোকান থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়, তবে কোথা থেকে বা কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ধোবাউড়া উপজেলা ফায়ারসার্ভিস স্টেশন অফিসার জানান আমাদেরকে ভোর ৭.৩০ মিনিটে মোবাইল ফোনে কল করে জানানোর সাথে সাথে রওনা হয়ে ১৫ মিনিটে ঘটনা স্থলে পৌছে কাজ শুরু করি, আলহামদুলিল্লাহ প্রথম পনের মিনিটের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে দীর্ঘ ৫০ মিনিট কাজ করে আগুন নিভানোর কাজ শেষ করতে সক্ষম হয়।
রাস্তার অবস্থা ভালো না ফলে পৌঁছাতে সময় বেশি নিয়েছে অন্যতায় ক্ষতির পরিমাণটা কিছু হলেও কমতো।
আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে এম.এফ ট্রেডার্সের মালিক মোঃ কামাল হোসেন ( সুমন )’র সার, কীটনাশক, ভয়েল, ভুষি, বীজ, মাছের খাদ্য, গরুর খাদ্য সহ প্রায় পয়ত্রিশ লক্ষ টাকার মালামাল পুরে যায়।


তুলার দোকানের মালিক কিতাব আলীর সেলাই মেশিন, তুলা দোহনী মেশিন সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুরে যায়। ধানের দোকানের ঘর মালিক মোঃ হোসেন আহমেদের প্রায় তিন লক্ষ দশ হাজার টাকার মালামাল পুরে যায়। বিসমিল্লাহ স্টোর (মুদির দোকানের মালিক আবুল কাশেমের তৈল, চাল, ডাল, ভুষি, সহ মুদির দোকানের আনুমানিক প্রায় বিশ লক্ষ টাকার মালামাল পুরে যায়। রিপন বস্রালয়ের মালিক মোঃ রিপন মিয়ান সেলাই মেশিন, কাপড়চোপড় সহ প্রায় সাত লক্ষ টাকার মালামাল পুরে যায়।ধানের দোকানের মালিক খলিলুর রহমানের প্রায় পাচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চিকন ধান পুরে যায়। মোঃ হোসেন আলী ঘর মালিকের প্রায় দশ লক্ষ টাকার ঘর পুরে যায়।
এই অগ্নিসংযোগে মোট পাচটি ঘরের ছয়টি দোকান পুরে যাওয়ায় আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে সাথে সাথেই ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাত ঘটনা স্থল পরিদর্শন করেন।