তারাকান্দায সড়কে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন, জনদূর্ভোগ

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩
রফিক বিশ্বাস,  তারাকান্দা (ময়মনসিংহ)) থেকেঃ ময়মসিংহের তারাকান্দা উপজেলার কাকানী -রাজদারিকেল এলজিইডি পাকা সড়কে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হযে পড়েছে। ফলে জন দূর্ভোগ চরম আকার ধারন করেছে।
জানা গেছে ২০১৯-২৯২০;অর্থ বছরে দীর্ঘ ১৭কিঃমিঃ কাকনী-রাজদারিকেল সড়ক পাকা করন হয। কিন্তু মাঝিয়ালী  বাজারের ২কিঃমিঃ পশ্চিমে দিগারকান্দা খালে পুরাতন কারভার্ট রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শেষ করে। উক্ত সড়কে মাছ ও মাটিরবোঝাই ভারী ট্রাক ও লড়ি যাতাযতে পুরাতন কালভার্ট ভেংঙ্গে যায। তারাপর দিগারকান্দা খাল খননের কালে ইউপি চেয়ারম্যান  ওই ভাংঙ্গা কালভার্টের ওপর বাশ-কাঠের পাঠাতন দিলে সিএনজি, অটোসহ হালকা যানবাহন চরাচল করতে থাকে।গত ক,দিনের টানা বর্ষনে দিগারকান্দা খাল পানিতে পরিপূর্ন হয়ে প্রবল স্রোতে কারভার্টের জায়গায পাকা সড়ক ভেংঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।এতে চরম জনদূভোগ সৃষ্টি পথচারীদের।