করোনা ও বৈশ্বিক সংকটের মধ্যেও আমরা সাধ্যমতো উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি-মেয়র প্রার্থী টিটু

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টার : আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নগরীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর হাতে মনোনয়ন জমা দেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইকরামুল হক টিটু বলেন, আমরা চাই একটি স্মার্ট সমৃদ্ধ নগর গড়ে তুলতে। সেজন্য আমাদের অনেক কিছু প্রয়োজন। জলাবদ্ধতা নিরসন, যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, দারিদ্র বিমোচন, পরিবেশের উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলার উন্নয়নে সহযোগিতা করা, মাদকমুক্ত সমাজ গড়ে তোলায় কাজ করা। তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটের মধ্যেও আমরা সাধ্যমতো উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। ইতোমধ্যে প্রকল্পের ২০-২৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বাকিটা চলমান রয়েছে। অসমাপ্ত কাজ সমাপ্ত হলে ময়মনসিংহের চেহারা পাল্টে যাবে। যদি আগামী দিনে জনগণ আমাকে সুযোগ দেয়, আমার অবস্থান থেকে তাদের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করব। নির্বাচনে অনেকেই প্রাথী থাকবেন তাদের মধ্য থেকেই সন্মানিত ভোটারবৃন্দ বেছে নিবেন। সকলেই সমান সুযোগ রয়েছে। আগামী ৯ তারিখ ভোটার বৃন্দ সিন্ধান্ত নিবেন।
তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আগামী ৯ মার্চ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মসিক নির্বাচনে ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোট হবে ইভিএমে।