গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

গফরগাঁও ( ময়মনসিংহ ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পাইথল ইউনিয়নের ছোটবড়াই গ্রামে পিঠাগুড়ি ব্রীজ এলাকায় ট্রেনের ধাক্কায় প্রার্থনা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর যমুনাা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ছয়টার দিকে পিঠাগুড়ি ব্রীজ এলাকা পার হওয়ার সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকা গৃহবধূ প্রার্থনাকে ধাক্কা দেয়।

এত ঘটনাস্থলেই তিনি মার যান। নিহত প্রার্থনা উপজেলার পাইথল ইউনিয়নের ফুলবাছিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আলম । ডায়াবেটিসে আক্রান্ত প্রার্থনা প্রতিদিনের ন্যায় ভোরবেলা হাঁটতে বের হয়েছিলেন। এ সময় এই দুঘর্টনা ঘটে ।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ এসআই মোঃ শহিদুল্লাহ হিরু জানান, ঘটনা শুনেছি তবে রেল কর্তৃপক্ষ কাগজপত্রে এখনও আমাদের কিছু জানায়নি।