ঈশ্বরগঞ্জে কৃষক কাদিরকে উপজেলা প্রশাসনের সম্মননা প্রদান

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে মুজিববর্ষ ও বিজয়ের মাসে কৃষক আব্দুল কাদির তার ফসলি জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মননা প্রদান করা হয়েছে।

কৃষক আব্দুল কাদির তার জমিতে সরিষা ও লাল শাক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জাতীয় স্মৃতি সৌধ, শাপলা ফুল, নৌকা , মুজিব শত বর্ষের শিল্প কর্ম এঁকে দৃষ্টান্ত স্থাপন করায় এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি।

বক্তব্য রাখেন কৃষক আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসকাব সভাপতি আবুল কালাম আজাদ ,ইউপি চেয়ারম্যান আবু হানিফা, জুবের আলম কবীর রুপক প্রমুখ।

অনুষ্ঠানে কৃষক কাদিরকে এমপির পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।