ময়মনসিংহে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

সাইফুল ইসলাম তালুকদার (ময়মনসিংহ) :

জনগণের মতায়ানে অবাধ তথ্য প্রবাহের সৃষ্টি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণ ও তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আদায়ে স্বেচ্ছাব্রতী গড়ে তোলার ল্েয ময়মনসিংহে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা শাখার উদ্যোগে দিঘারকান্দা শাপলা রিসোর্স ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের সাথে বেলা, এএলআরডি, ব্লাষ্ট এবং রিব নামক প্রতিষ্ঠান যৌথ ভাবে সুজনের সাথে কাজ করছে বলে জানান জেলা সমন্বয়কারী এএনএম নাজমুল হোসাইন জানান।

হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর ও প্রশিক সোহেল রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন সুজন ময়মনসিংহ জেলা সম্পাদক ইয়াজদানী কোরায়শী, মহানগর শাখার সভাপতি এডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, সম্পাদক আলী ইউসুফ, ঈশ্বরগঞ্জ উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সাংবাদিক বাবলি আকন্দ, তারাকান্দা উপজেলা সুজন সম্পাদক বিনায়ক দত্ত, ময়মনসিংহ মহানগর ৩৩নং ওয়ার্ড সুজন সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল, শামস-ই-তাবরীজ রায়হান, আবুল মুনসুর ও জিয়ারউর রহমান।