গফরগাঁওয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

মুজিব শতবর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যে গফরগাঁও উপজেলাব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। “শুভ্রতায় অমলিন-গফরগাঁও এর জীবন রঙিন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ‘কিন গফরগাঁও’ নামে একটি কর্মসূচী চালু করেছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কিন গফরগাঁও এর কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে গফরগাঁও কমিউিনিটি নেটওয়ার্ক, বিডি-কিন-গফরগাঁও, অদম্য-১৯, চলো স্বপ্ন দেখি, তারুন্যের আলো, গফরগাঁও হেল্পলাইনস, গফরগাঁও হেল্পলাইনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক কর্মী প্রথম দিনের কর্মসূচীতে কর্মসূচীতে অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্চ্ছোসেবী সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচীতে অংশ নিচ্ছে । গফরগাঁও উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন করতে সকল সচেতন নাগরিককে এই কর্মসূচীতে স্বেচ্ছায় অংশগ্রহনের আহবান জানান তিনি।