হালুয়াঘাটে ভূবনকুড়া দাখিল মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

এম.এ খালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ভূবনকুড়া দাখিল মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জানা যায়, ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর বাস্তবায়নে ভূবনকুড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির সুপার মোঃ আব্দুর রব এর তত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফরিদ উদ্দীন মাদ্্রাসার চারতলা নতুন একাডেমিক ভবনের নির্মান কাজ সম্পন্ন করবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সুরুজ মিঞা, গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।