ধর্মাল্বীদের বাড়ীতে লুটপাট ও হামলা প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

স্টাফ রিপোর্টার: “সাম্প্রদায়িকতা রুখো বীর বাঙালী জাগো এই শ্লোগানে” সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে সনাতন ধর্মাল্বীদের বাড়ীতে লুটপাট, অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর রামবাবু রোডস্থ শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার কোষাদক্ষ শ্রী যাদব সেন, পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সদর শাখার সভাপতি অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, মহনগর আহবায়ক আরতী গুপ্তা, যুব ঐক্য সভাপতি লিটন দাস, মহানগর সাংগঠনিক অঞ্জন দে, জেলা কমিটির দেবল দাস, উদিচীর জিষুতোষ তালুকদার, সদস্য শ্রী সঞ্জীব সরকার প্রমুখ।