ঈশ্বরগঞ্জে মন্দির ভিত্তিক শিশু শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা সভা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী ঈশ্বরগঞ্জ কেন্দ্র মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক আলোচনা চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শনিবার কালীবাড়ী প্রাঙ্গনে কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মায়া রানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, প্রেসকাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্র শিক্ষক খেলন সরকার, রুবি রানী বনিক, বড়বাগ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোরঞ্জন সরকার, কেন্দ্র পরিচালনা কমটির সদস্য সুবোধ রঞ্জনশীল, আশীষ কুমার সরকার, পুজন সরকার, প্রজ্ঞা লাবনী সিগ্ধা প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীরা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে।