নান্দাইলে সরকারী দপ্তরে বাঁশের কঞ্চিতে ছেঁড়া বিবর্ণ পতাকা উত্তোলন

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস ;

স্বাধীনতার ৫০ বছর পরও জাতীয় পতাকার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করছে না ময়মনসিংহের নান্দাইল উপজেলা বন বিভাগ।
কর্মদিবসে ওই দপ্তরে ছেঁড়া বিবর্ণ পতাকা বাঁশের কঞ্চি দিযে উত্তোলন করা হচ্ছে।

খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলার ঝালুয়া এলাকায় অবস্থিত বন বিভাগ কার্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা মিলে। দেখা যায়, টিনের চালের উপর একটি সোজা কঞ্চিতে জাতীয় পতাকা টানানো হয়েছে। এ সময় বন কর্মকর্তা দীপঙ্কর রায়কে অফিসে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ রয়েছে বন কর্মকর্তা প্রায় অফিসে থাকেন না।

মোবাইলে যোগাযোগ করা হলে বন কর্মকর্তা কল রিসিভ করেননি। রিপন নামে বন মালি জানান, পতাকা দীর্ঘদিন ধরে এভাবেই উত্তোলন করা হচ্ছে।