নকলা পৌরশহরে স্বাস্থ্যবিধি মানছেনা কেউ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার :

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয়বারের মত ডাকা লকডাউনের দ্বিতীয় দিনে শেরপুরের নকলা পৌরশহরে দিনের বেলা ছিল ক্রেতাবিক্রেতাদের রীতিমত ভীড়।

সীমান্তবর্তী শেরপুর জেলার প্রবেশদ্বার হচ্ছে নকলার গৌড়দ্বার এলাকায়। সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউন কঠোরভাবে কার্যকর করতে ট্রাফিক বিভাগ বসিয়েছিল চেকপোস্ট। চেকপোস্টে ছিল যানবাহন চলাচলে ভীষণ কড়াকড়ি।

জরুরী সেবা ও খাদ্য পণ্যের গাড়ি ছাড়া সকল প্রকার গাড়ির প্রবেশ বন্ধ ছিল এখান দিয়ে। যেসব যানবাহন সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় বের হয়েছিল সেগুলোর বিরুদ্ধে হয়েছে মামলা। পৌরশহরের মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। তবে শহরে মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারীচালিত অটো রিক্সার চলাচল ছিল চোখে পড়ার মত।

মাছ ও কাঁচা বাজার এবং মুরগি হাঁটিতে ছিল ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। তবে পশুর হাটে ক্রেতাবিক্রেতার তেমন উপস্থিতি ল্য করা যায়নি লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে তৎপর থাকতে দেখা গেছে।