ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দোকান কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দুইজন মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়।

পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ভূইয়া ফিলিং স্টেশনের সম্মুখে পৌঁছলে মোটরসাইকেল দুর্ঘটনায় পৌর বাজারের ‘খেলা ঘর’ দোকানের কর্মচারী বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামের নজরুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৭) ও জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের আবুল কাসেমের ছেলে জাকিরুল ইসলাম (২০) গুরুতর আহত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যায়। শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য জাকিরুলকে ঢাকা নেয়ার পথে মারা যায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাইকটি পিছন দিক থেকে দুমড়ানো মুচরানো ছিল। এতে ধারণা করা যায় পিছন থেকে দুরপাল্লার কোন যানবাহনের ধাক্কায় এঘটনাটি সংগঠিত হতে পারে।