নান্দাইলে করোনা পরিস্থিতিতে কঠোর নজরদারি, ভ্রাম্যমান আদালতের ৩০ মামলা

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

নান্দাইল আঞ্চলিক অফিস ;

ময়মনসিংহের নান্দাইলে কোভিড-১৯ করোনা মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কঠোর নজরদারিতে
পালন করা হচ্ছে।

শনিবার ( ১৭ এপ্রিল) উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে লকডাউন কার্যকরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে
লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৩০ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিরুদ্ধে মামলা হয়েছে। সেই সাথে ১৮ হাজার৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. মাহফুজুল হকও অংশ গ্রহণ করেন।

ইউএনও মো.এরশাদ উদ্দিন বলেন, করোনা মহামারী কোভিট-১৯ প্রতিরোধে লকডাউন কার্যকর করতে এবং জনসাধারণকে সচেতন করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।