ধোবাউড়ায় নাশকতার মামলায় দুই হেফাজত কর্মী আটক

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ২২, ২০২১

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়ায় হেফাজতে ইসলামের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গামারিতলা ইউনিয়নের দণি রাণীপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেন এর ছেলে আব্দুল আওয়াল (৫৫) ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামের আবির হোসেনের ছেলে মাওলানা নুরুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধোবাউড়া থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, ধোবাউড়া থানা পুলিশ গতকাল রাত ২ টায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের ২ এপ্রিল ২০২১ ইং তারিখে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ২ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রঘোষিত কর্মসূচিতে ধোবাউড়ায় পুলিশের সাথে হেফাজত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদসহ কয়েকজন আহত হয়েছিলেন। অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘এই মামলায় দু’জনকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি, ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’