নান্দাইলে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪ ব্যাটাঃ সদর দপ্তর ময়মনসিংহ একটি দল গত ২৩ সেপ্টেম্বর ৫টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল
থানাধীন চামটা বাজারের পার্শ্ববর্তী আতকাপাড়া সাকিনস্থ মোতালেব মাস্টারের বাড়ীর সামনে মাদক বিরোধী অভিযানের চালান।

এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় মোঃ আবু সাঈদ (৪০), পিতা- মৃত সামসুদ্দিন ফকির, সাং- মোয়াজ্জিমপুর, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, ও মোঃ আবুল মনসুর (২৮), পিতা- মোঃ আঃ মতিন, সাং- মোয়াজ্জিমপুর, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ এদেরকে আটক করা হয়।

আসামীদের হেফাজত হতে কথিত মাদক ১১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব-১৪, ময়মনসিংহ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে আসামীদেরকে নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।