দুর্গাপুরে কারেন্ট জালে অজগর সাপ আটকের পর পাহাড়ে অবমুক্ত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে একটি অজগর সাপ লোকালয়ে চলে আসলে কারেন্ট জালে আটকা পড়লে স্থানীয়রা সাপটিকে উদ্ধার করে। রোববার (২৩ মে)গভীর রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন জলাশয় থেকে আমীন খানের জালে প্রায় ১০ফুট লম্বা সাপটি ধরা পড়ে। আমিন খান দুর্গাপুর ইউনিয়নের আগাঢ় গ্রামের মৃত হাছু মিয়ার পুত্র আমিন খান।

সোমবার দুপুরে আমিন খান উপজেলা প্রশাসনের কাছে সাপটিকে হস্তান্তর করলে প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিক চিকিৎসা শেষে সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা এর নির্দেশে গোপালপুর পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রানী সম্পদ বিভাগের ভেটেরিনারী ডা. মাহাবুব উদ্দিন।