কেন্দুয়ায় সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা বিচার চাওয়ায় বাবা-মাকে মারপিট

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা। বিচার চাওয়ায় ভিকটিমের বাবা-মাকে মারপিটসহ নানা রকমের হুমকী দিচ্ছে আসামীরা। এঘটনাটি রোববার বিকাল ৬টার দিকে কেন্দুয়া পৌরশহরের কান্দিউড়া গ্রামে ঘটেছে।

এঘটনায় ভুক্তভোগী ভিকটিমের বাবা এখলাস উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মারপিট ও হুমকীর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছন।

এঘটনায় প্রান্ত ওরফে বাবুকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অন্য আসামীরা হলেন,হারুন মিয়া(৫৫),তার স্ত্রী লিপা আক্তার (৫০), আরেক ছেলে অপূর্ব (২০), একই গ্রামের ইউসুফ আলীর ছেলে রতন মিয়া (৪৫)।

 

মামলার এজাহার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার বিকাল ৬ দিকে ভিকটিম বাড়ির পাশে দোকানে গেলে ধর্ষনের চেষ্টা চালায় কান্দিউড়া গ্রামের হারুন মিয়ার ছেলে প্রান্ত ওরফে বাবু। এঘটনায় ভিকটিমের বাবা-মা বিচার চাইতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে বাবু পরিবারের লোকজন।

 

সোমবার মামলার আসামী হারুন মিয়া(৫৫),তার স্ত্রী লিপা আক্তার (৫০), অপূর্ব (২০), গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করেছে কেন্দুয়া থানা পুলিশ।

কেন্দুয়া থানা ওসি কাজী শাহনেওয়াজ বলেন,তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে।