আধুনিক ও মডেল দুর্গাপুর পৌরসভা গড়তে কাজ করছেন মেয়র মো.আলা উদ্দিন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার উন্নয়ন ও চলমান সমস্যা নিরসন কল্পে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বিপুল ভোটে নির্বাচিত নগর পিতা মো. আলা উদ্দিন।

আগামী তিন বছরের মধ্যে দুর্গাপুর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করতে ওয়ার্ড পর্যায়ে স্থানীয় সর্বস্তরের জনতার উপস্থিতিতে সমন্বয় সভা করে সমস্যা সমূহ চিহ্নিত করছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) রাত ৭টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলামের বাসভবনে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ড কাউন্সিলর এস এম কামরুল ইসলাম জনির সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তবে রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর-এ আলম, প্যানেল মেয়র মো. মশিউজ্জামান বাদল, সংরতি মহিলা কাউন্সিলর বিউটি আক্তার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া প্রমূখ।

পরে ৪নং ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাবেক প্রেসকাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক কাউন্সিলর রতন তালুকদার, প্রধান শিক্ষক চন্দন দাস, শামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল চক্রবর্তীসহ স্থানীয় ওয়ার্ডবাসী। এসময় ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রকৌশলী নওশাদ আলম।