কেন্দুয়ায় ২৬টি জলমহাল উদ্ধার দুই লক্ষাধিক টাকা রাজস্ব আদায়

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২৬টি জলমহাল দখলমুক্ত করে দুই লক্ষাধিক টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে উপজেলা ভূমি অফিস।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. খবিরুল আহসানের নেতৃত্বে বাংলা ১৪২৭ বঙ্গাব্দে ২৬ টি জলমহাল ২০/২৫ বছর পর দখলমুক্ত করে দুই লক্ষ আট হাজার চারশত বত্রিশ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

সুত্র জানায়,কেন্দুয়া উপজেলার সায়রাতভুক্ত অধিকাংশ জলমহালগুলো বছরের পর বছর বেদখল ছিল। প্রতিবছর সরকার রাজস্ব থেকে বঞ্চিত হত। ২০/২৫ বছর হয়ে গেছে এসব কোন জলমহাল থেকে ইজারা/ খাস আদায় হয়নি এবং কোন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওই জলমহালগুলো চিহ্নিত করতে পারেনি। এসিল্যান্ড খবিরুল আহসান কেন্দুয়ায় যোগদানের পর থেকে সায়রাতভুক্ত জলমহালগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে দখলমুক্ত করার চেষ্টা শুরু করেন । নিজে বেশ কিছু জায়গায় গিয়ে এসব জলমহাল চিহ্নিত করে দখলমুক্ত করে খাস আদায় করেন। নতুন উদ্ধার হওয়া জলমহাল গুলো হলো-জৌলা বিল, নোয়াটিয়া বিল,
হাসকান্দা খাসপুকুর,চিরাং বাজার খাস পুকুর, কৈলাটি খাস পুকুর,  পাচহার খাস পুকুর, বালীজোড়া খাস পুকুর, নন্দিখিলা খাস পুকুর, দিগাবালিয়া বিল, কাশীপুর বিল, গাইন বিল, বাট্টা বিল, কাউরাট খাস পুকুর, কাওড়া খাস পুকুর,
লস্কর পুর খাস পুকুর (কবিচন্দ্রপুর), কৃষ্ণজীবনপুর খাস পুকুর,করিম খাঁ খাস পুকুর, গোপালাশ্রম বিল,হারুলিয়া খাস পুকুর,
ব্রাহ্মণজাত খাস পুকুর,  কান্দিউড়া বাজার খাস পুকুর/ দিগদাইর খাস পুকুর, পন কেন্দুয়া খাস পুকুর, কৃষ্ণরামপুর খাস পুকুর (1), কৃষ্ণরামপুর খাস পুকুর (2),
ভূইয়া বাজার খাস পুকুর,উকরাকান্দা খাস পুকুর ও বীর মাইজহাটি খাস পুকুর। দখলমুক্ত হওয়া ওই ২৬ জলমহাল থেকে সরকার বাংলা ১৪২৭ বঙ্গাব্দে দুই লক্ষ আট হাজার চারশত বত্রিশ টাকা। এছাড়া
এছাড়া প্রতিবছর ইজারা হয় এমন ১০ টি জলমহাল থেকে দুই লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা রাজস্ব/ ইজারা আদায় করা হয়।

এপ্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো.খবিরুল আহসান বলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনউদ্দিন খন্দকার স্যারের দিক-নির্দেশনা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ আমার অফিসের স্টাফদের সর্বাত্মক সহযোগীতায় ২৬টি জলমহাল উদ্ধার করে সরকারি দ্বায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। আজকে যে রাজস্ব আদায় হয়ে এসব অর্থ সরকার জনকল্যাণমূলক কাজে ব্যায় করবেন। ভূমি কর আদায়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে সবাইকে রেজিস্ট্রেশন ভূক্ত হয়ে ভূমি কর প্রদানে আহবান রাখেন তিনি।