গৌরীপুর নবদম্পতিকে উপহার সামগ্রী প্রদান

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া গ্রামে শুক্রবার (১৮ জুন/২০২১) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের ‘সুখী ও সুন্দর হোক আপনাদের নতুন জীবন’ স্লোগানে উপহার সামগ্রী নিয়ে হাজির হন পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মী মোছা. আনোয়ারা খাতুন।
নবদম্পতি পৌর শহরের পূর্বদাপুনিয়া গ্রামের মো. বকুল মিয়ার কন্যা আলেয়া আক্তার মিমের সঙ্গে তখন কেন্দুয়া উপজেলার ওয়াই গ্রামের মো. রইছ উদ্দিনের পুত্র মো. হুমায়ুন কবীরের সঙ্গে বিবাহ কার্যক্রম চলছিলো। নবদম্পতির হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
উপহার সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন জানান, গৌরীপুরে ৯ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথমদিনেই ১৭টি দম্পতির মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ পর্যন্ত ১৯৩টি নতুনজুটির হাতে এ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিটি উপহার সামগ্রীতে রয়েছে সুখী জীবনের একটি বই, সময়ের সৎব্যবহার নিশ্চিত করতে একটি ঘড়ি, ৩ সাইকেল খাবার বড়ি ও অর্ধশত কনডম।
কর্মসূচীটি ইউএসএআইডি, সুখী জীবন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও পার্থফাইন্ডারের সহযোগিতায় দেশের ১০টি উপজেলায় পরিক্ষামূলকভাবে এ উদ্যোগ চলছে। উপজেলাগুলো হলো বান্দরবানের লামা, আলিকদম, রাঙ্গামাটির লংগদু, চট্টগ্রামের সাতকানিয়া, কক্সবাজারের উখিয়া, টেকনাফ, সিলেটের গোয়াইনঘাট, ময়মনসিংহের গৌরীপুর, ফরিদপুরের ফরিদপুর সদর, ঢাকা জেলার দোহার।
উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, এ উপহার সামগ্রী প্রদানের বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে নবদম্পতিদের যোগসূত্র সৃষ্টি ও গণসচেতনতায় ব্যাপক ভূমিকা রাখছে।