ফুলবাড়িয়ায় বনবিভাগের ৫০ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
রসুলপুর রেঞ্জ সন্তোষপুর বন বিভাগের রাঙ্গামাটিয়া মৌজায় ২০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ মোসলেম উদ্দিন, এ্যাডভোকেট। রোববার (১ আগষ্ট) বিকেলে ভার্চ্যুয়াল আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে তিনি উদ্ধোধন করেন।

উদ্ধোধনকালে তিনি বলেন, সবুজ সমৃদ্ধ বাংলাদেশ ও পরিবেশ উন্নয়নে গাছের চারা রোপনের বিকল্প নেই। করোনার মধ্যে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে বলেন।

উদ্ধোধন শেষে ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরণ কর্মকর্তা মো. আবু ইউসুফ, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালিদ, বন কমিটির সদস্য এ্যাডঃ ইমদাদুল হক সেলিম শীলকড়ই ও হিজল গাছের রোপন করেন।

রাঙ্গামাটিয়া মৌজার ৮৭৩,৮৬৮ দাগে ধারমরা, শীলকড়ই, হিজল, চিকরাশি, আকাশমণি, জাম,জামরুলসহ বিভিন্ন প্রজাতের ৫০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়।

সন্তোষপুর বিট কর্মকর্তা আশরাফুল আলম খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট।