করোনা ক্রাইসিসে সোনালী ব্যাংকের ৫ লক্ষ টাকার অনুদান

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

স্টাফ রিপোর্টার :
সোনালী ব্যাংক লিমিটেড করোনা অতিমারিতে অসহায়, হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বুধবার জেলা প্রশাসক, ময়মনসিংহ কে ৫ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেছে।

সোনালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ২ শত জন এবং সকল উপজেলার ৫০ জন সুবিধাভোগীর মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হবে।

জেলা প্রশাসকের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খাঁন। এ সময় সোনালী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম শামছুল ইসলাম, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার চন্দন কুমার সাহা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতাউর রহমান খান, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।