বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার নাম উজ্জ্বল করতে চান

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

ক্রীড়া ডেক্স : বাংলাদেশ দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার। এরমধ্যে রয়েছেন কানাডার সেমি-প্রফেশনাল লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খান, অপরজন ফ্রান্সের সেমি প্রফেশনাল লিগে খেলা মিডফিল্ডার তাহমিদ ইসলাম। দুজনেই মধ্যমাঠে খেলে থাকেন। কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতেই তাদের দলে নেওয়া। এখন সুযোগ পেলে দেশের নাম উজ্জ্বল করতে চাইছেন ওই দুই ফুটবলার।

রাহবার খান সুযোগ পেয়েই রোমাঞ্চিত। দলে যোগ দেওয়ার জন্য আমি খুবই আপ্লুত এবং শিহরিত। সব সময় আমার মনোযোগ থাকবে সেরা একাদশে সুযোগ পাওয়ার। সেটা গোল করে হোক, জয় এনে দিয়ে হোক, যেভাবেই হোক।’

তার মতো আনন্দে আত্মহারা ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলামও। বলেছেন, ‘বাংলাদেশ দলের জন্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছি। এ জন্য আনন্দ অনুভব করছি। এ জন্য জেমি ডে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। দেশবাসীর নিকট দোয়া চাই, যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’