কেন্দুয়ায় ১১টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে এসব বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন ও উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

নবনির্মিত বিদ্যালয়গুলো হলো- লতিফেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর হোসনে আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কবিচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সয়লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাম্মনজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও মেয়র আসাদুল হক ভূঞা, শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, ওসি কাজী শাহ নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা,তাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে অসীম কুমার উকিল এমপি বলেন,স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যালয় গুলোতে আধুনিক ভবন করছেন সোনার কারিগর তৈরি করার জন্য। এই সোনার কারিগররাই আগামীদিন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবে।