লেখাপড়ার পাশাপশি জ্ঞান অর্জনে বই পড়তে হবে-ময়মনসিংহ প্রেসক্লাব বৃত্তি প্রদান অনুষ্ঠানে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

স্টাফ রিপোর্টার : ঐতিয্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সদস্য সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।


এসময় প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, ছাত্র/ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে ভাল করে লেখাপড়া করতে। লেখাপড়ার পাশাপশি জ্ঞান অর্জনের জন্য বেশী বেশী বই পড়তে হবে।


জেলা প্রশাসক ও ক্লাব সভাপতি মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর। প্রেসসক্লাবের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সহ-সভাপতি ড. মোহাম্মদ নুরুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বৃত্তি উপ কমিটির আহবায়ক আতাউল করিম খোকন।

এসময় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি, উপস্থিত ছিলেন। পরে ক্লাব সদস্যের সন্তানদের হাতে বৃত্তি অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।