ত্রিশালে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত, আহত-৩

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
সহপাঠিদের নিয়ে মাঠে খেলাধুলা করতে গিয়ে আর বাড়ী ফেরা হলো না ১২ বছল বয়সী পাবেল মিয়া নামে এক শিক্ষার্থীর।

বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়–য়া ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত আরো তিন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের গাজীর মাঠে খেলাধুলা করতে যায় ৮/১০জন শিশু-কিশোর। হটাৎ আকাশ মেঘাচ্ছন্ন হলে শিশুদের মধ্যে প্রফুল্লতা আরো বাড়ে। খেলায় মগ্ন থাকাবস্থায় বজ্রপাতে মাগুরজোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মাগুরজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র পাবেল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় একই গ্রামের দুই সহোদর স্থানীয় ডা. সাইদুল ইসলামের ছেলে মাগুরজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র শাহীন মিয়া (১১), ২য় শ্রেণীর ছাত্র মাহিম (৮) ও তফাজ্জল হোসেনের ছেলে স্থানীয় হাফিজিয়া মাদ্রসার ছাত্র হৃদয় মিয়া আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সরকারী ভাবে দাফন-কাফনের ব্যবস্থা করেছি।