ময়মনসিংহে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মাদক মামলায় নুরুর ইসলাম(৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই ভালুকার পল্লী বিদুৎ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ রোড পাশ থেকে ১২৫ গ্রাম হেরোইনসহ (যার মুল্য ১লাখ ২৫ হাজার টাকা) ময়মনসিংহ জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি) নুরুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ডিবি পুলিশ ভালুকা মডেল থানায় মামলা নং(৮০)২০১৯ দায়ের করে। ডিবি’র এসআই আব্দুল জলিল মামলাচি দীর্ঘ তদন্তশেষে বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেন। আদালত সাক্ষ্য গ্রহণশেষে রবিবার রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালে ২০(১) এর ১৮(গ) ধারায় মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে আসামি নুরুর ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে। আদালত পুলিশের পরিদর্শক বলেন, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি নুরুর ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।