শিশুকে পরিপূর্ণ আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিয়েছে শিক্ষক সমাজ

বিশ্ব শিক্ষক দিবসে বি.টি.এ. সদর উপজেলা শাখার আলোচনা সভায়- নেতৃবৃন্দ

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

স্টাফ রিপোর্টার : বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভার অয়োজন করা হয়।


০৫ অক্টোবর সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামছুন্নাহার বেগম।


সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মো: রুকুন উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিলের সঞ্চলনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: চাঁন মিয়া।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো: শাহজাহান খান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র গোস্বামী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ হিল্লোল।


এসময় আরো বক্তব্য রাখেন শম্ভুগঞ্জ ইউ.সি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আবুল হোসেন, পাঠগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা আক্তার চম্পা, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম হক প্রমুখ।


আলোচনায় বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, শিশুকে পরিপূর্ণ আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিয়েছে শিক্ষক সমাজ। শিশুকে সমাজে যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) সংগঠন যুগযুগ ধরে তার ঐতিয্য ধরে রেখেছে। নীতি ও আদর্শ ধরে রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা জাতীয় করণে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা মুজিববর্ষেই শিা ব্যবস্থা জাতীয় করা হবে।