নান্দাইলে আউশ ধানের নমুনা শস্য কর্তন

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

ময়মনসিংহের নান্দাইলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত আউশ প্রদর্শনীর ফলন নির্ধারনে নমুনা শস্য কর্তন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৮ আগস্ট) সকালে গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল ব্লকে ব্রি ধান-৪৮ জাতের ধান কর্তনের উদ্বোধন করেন নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি।

গাঙ্গাইল ব্লকের কৃষক আব্দুল হান্নানের জমিতে রোপণ করা প্লটের নির্ধারিত মাপের নমুনা শস্য কর্তন করে মাঠেই মাড়াই-ঝাড়াই করে ফলন রেকর্ড করা হয়। এতে হেক্টর প্রতি ৩.৩৭ মেঃটন ফলন পাওয়া যায়।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার মোঃ এনামুল হক খান, মোঃ রফিকুল ইসলাম,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, কৃষক বাবুল মিয়া, মোঃ আঃ মন্নান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।