টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ কভার করতে সংযুক্ত আরব আমিরাতে গেলেন কেন্দুয়ার ছেলে সামী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলার সংবাদ কভার করতে ওমান ও সংযুক্ত আরব আমিরাত গেলেন কেন্দুয়ার ছেলে সৈয়দ সামী।

সৈয়দ সামী ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “ক্রিক ফ্যানজি’র” সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মনোনীত হয়ে ১৪ অক্টোবর রাত ১০ টায় বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

সৈয়দ সামী কেন্দুয়া পৌরশহরের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তান। তার বাবার নাম সৈয়দ আবু রাগেব সাজেদ। সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত শিক্ষক সৈয়দ আবু সাদেকের নাতি সৈয়দ সামী।

ক্রিকেট বিষয়ে পারদর্শী সৈয়দ সামী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট জালালাবাদ কলেজ থেকে এইচএসসি,সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করে সাংবাদিকতা পেশায় যোগদেন। বিদেশ সফর এটাই তার প্রথম।

সুত্র জানায়,আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ৩টি ভ্যানুতে অনুষ্ঠিত হবে। ওই তিন ভ্যানুতেই সংবাদ কভারেজ করবেন তিনি।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন তার বাবা সৈয়দ আবু রাগেব সাজেদ। তিনি তার ছেলের সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন ।