দুর্গাপুরে আকঞ্জী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুরে মরহুম আকঞ্জী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়। আকঞ্জী স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ ব্যাপক অনুষ্টান ও আনন্দ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। সুসং সরকারী কলেজ মাঠে দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জী) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান।
উদ্বোধনকালে ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জী) বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। আমাদের দুর্গাপুরে ক্রীড়াঙ্গনের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। ক্রীড়াঙ্গনের সব ক্ষেত্রেই এগিয়ে আমাদের সুসং দুর্গাপুর উপজেলা।
মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়তে প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপুরে আকঞ্জী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে।”একমাত্র খেলাধুলা পাড়ে যুবক দের মস্তিষ্ক ও দেহ সুস্থ সুন্দর নির্মল সবল রাখতে।” দুর্গাপুরের ছেলেরা এই মাঠে ভালো ক্রিকেট খেলা উপহার দিবেন এই আশাবাদ তিনি ব্যাক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির সদস্য সৌরভ পন্ডিত বলেন, অতীতের ন্যায় আকজ্ঞি স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সাফল্যের সাথে হয়ে আসছে, এই টুর্নামেন্ট এর ফলে এই সুসং দুর্গাপুরের অনেক ছেলে মেয়ে ঢাকা ডিবিশন, ময়মনসিংহ ডিবিশনে খেলার সুযোগ পাচ্ছে,একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তি হিসেবে আমার কাছে বিষয়টি গর্বের। আকঞ্জী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এ ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় আসে, যাদের সাথে খেলা আমাদের স্থানীয় ক্রিকেটাররা ও তাদের অভিজ্ঞতা ও নতুন কিছু শিখতে পারছে,একমাত্র খেলাধুলায় পাড়ে আমদের এক রাখতে। সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই!
তিনি আশাবাদ ব্যাক্ত করেন আকুঞ্জী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে  একসময় জাতীয় দলে খেলা খেলোয়াড় আসবে।
শুক্রবার সকাল দশ ঘটিকায় উদ্বোধন অনুষ্টান শেষে  বিন্দাস একাদশ ও গাবহোতা একাদশ এর খেলা অনুষ্টিত হয়। এই খেলায় বিন্দাস একাদশ কে ৮৮ রানে পরাজিত করে জয়ী হয় গাবহোতা একাদশ। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন গাভাহোতা একাদশের মো ইমরান। আম্পায়ারের দায়িত্ব পালন করেন, আশরাফুল ইসলাম সজীব ও কামরুল ইসলাম সজিব।
টুর্নামেন্টির খেলার
স্কোরঃ বিন্দাশ একাদশ= ৮৫/১০ (ওভার: ১৬.৩ বল)
গাবা হোতা একাদশ= ৮৮/২ (ওভার: ৮.২ বল)
ম্যান অব দ্যা ম্যাচ= মো.ইমরান (গাবা হোতা একাদশ)
খেলা পরিচালনা কমিটির সদস্য সনি সরকার বলেন, আমরা এই খেলা সুষ্ট সুন্দর হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো,এই টুর্নামেন্টে আট টি দল অংশগ্রহন করেছে।প্রত্যেকের সহযোগিতা পেলে আশা করি সফল ভাবে টুর্নামেন্টের ফাইনাল শেষ করতে পারবো।