সারাদেশে ধর্ষণ-নারী নিপীড়নের বিরুদ্ধে উত্তাল গৌরীপুর

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর/২০২০) মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কুশপুত্রলিকা দাহ, আলোর মিছিলসহ বিভিন্ন কর্মসূচীতে উত্তাল ছিলো ময়মনসিহের গৌরীপুর।


উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুকতাদির শাহীন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে পৃথক আলোর মিছিল বুধবার রাত শহর প্রদক্ষিণ করে। বিজয়’৭১ ও শহীদ হারুণ পার্কে ধর্ষকদের বিরুদ্ধে ঘৃণ্য প্রকাশ করেন।


এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর হেল্পলাইন, উদীয়মান স্বেচ্ছায় রক্তদান, সচেতন নাগরিক সমাজ, আন্তঃব্যাচভিত্তিক সংগঠনের উদ্যোগে পাটবাজারস্থ পুরাতন সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন করে। এছাড়াও সর্বস্তরের জনতার অংশ গ্রহণে বিক্ষোভ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন অনুষ্ঠানে গৌরীপুর হেল্পলাইনের এডমিন এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ, এনটিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক আল ইমরান মুক্তা, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার কার্য্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান বোরহান, মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর হেল্পলাইনের মোস্তকিম আহমেদ, সমুদ্র সরকার, মালবিকা, সেজুতি, পিংকি আক্তার, মোঃ হুমায়ুন মিয়া, মোঃ মৃদুল মিয়া, মোঃ বাবু মিয়া, বাহালুল মুন্সী, আরিয়ান মিয়া, মোঃ জয় মিয়া, প্রত্যয়, মোঃ মারুফ মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ স্বপন মিয়া, রুহিত, সাদমান মিয়া, উদীয়মান স্বেচ্ছায় রক্তদান সংগঠনের মোস্তাফিজুর রহমান, মোঃ আল-আমিন মিয়া, মোঃ নাঈম মিয়া, মোঃ তারেক মিয়া, মোঃ কাইয়ুম মিয়া, মোঃ শরীফ মিয়, মোঃ অলি মিয়া, মোঃ ফয়সাল মিয়া, বিথী, মোঃ আবিদ মিয়া, প্রতিক , শাকিব মিয়া, মোঃ সুজন মিয়া, তনয়, তৈমুর মিয়া প্রমুখ।