ময়মনসিংহে দুর্নীতি ধর্ষণ রুখে দিয়ে সুশাসনের দাবীতে জাতীয় যুব জোটের মানববন্ধন কর্মসূচি পালন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রে দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় লুটেরাদের গ্রেফতার এবং বিচার বৈশ্বিক মহামারী করোনার কারণে দেশে-বিদেশে চাকুরিচ্যুতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন ও দুর্নীতি, ধর্ষণ রুখে দিয়ে সুশাসনের দাবীতে শনিবার সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ উপলক্ষে ১০ অক্টোবর শনিবার বিকাল ৪টায় জাতীয় যুবজোট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় যুবজোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম আশরাফুল ইসলাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, সহ-সভাপতি রতন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, মহানগর জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক পারভেজ শাহনেওয়াজ লিটন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাংবাদিক শামসুল আলম খান প্রমুখ।