ময়মনসিংহে পুলিশের আধুনিক তদন্ত ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিস কনফারেন্স রুমে আধুনিক তদন্ত ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা। কর্মশালায় তদন্তকারী কর্মকর্তাদের মৌখিক সা্েযর পরিবর্তে বস্তুগত বা দালিলিক ও ফরেনসিক স্যা প্রমাণ সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

ধর্ষণ সহ সকল গুরুত্বপূর্ণ মামলায় লিংক চার্ট ও ফোচার্ট দাখিল করতে বলেন। সঙ্ঘবদ্ধ অপরাধ প্রতিরোধে লিংক চার্ট ও ফোচার্ট ছাড়াও পণ্য প্রবাহচিত্র, অর্থপ্রবাহ চিত্র ও কর্মকৌশল চিত্র মামলার ডকেটে সংযোজন করতে বলেন।

কর্মশালায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও থানার ইন্সপেক্টর (তদন্ত) গণ অংশগ্রহণ করেন