গৌরীপুরের শ্যামগঞ্জকে থানাসহ ৯ দফা দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বাণিজ্যি সমৃদ্ধ এলাকা শ্যামগঞ্জ বাজারে থানা প্রতিষ্ঠাসহ ৯ দফা দাবীতে শনিবার (১৭ অক্টোবর/২০২০) মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে ‘যে যেখানে আছি ভাই, শ্যামগঞ্জের উন্নয়ন চাই’ শ্লোগানে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ কলেজ গেইটের সামনে প্রায় দু’ঘন্টাব্যঅপী এ মানববন্ধন করেন।

বক্তব্যরা জানান, শ্যামগঞ্জকে থানায় উন্নীতকরণ, শ্যামগঞ্জে গ্যাস সংযোগ স্থাপন, শ্যামগঞ্জ বাজারে গণশৌচাগার তৈরী, পরিকল্পিত ড্রেন নির্মাণ ও পানি নিস্কাশনের ব্যবস্থা, ডাস্টবিন নির্মাণ এবং শহীদ সুধীর বড়–য়া স্মৃতি সৌধ সংস্কার ও আধুনিকায়নের দাবী জানান।

শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক হারুন-আল-বারীর সভাপতিত্ব করেন। উদীচী শিল্পী গোষ্ঠী শ্যামগঞ্জ শাখার সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তব্য রাখেন পরিবেশ গবেষক মিজানুর রহমান বাবু, মইলাকান্দা ওয়ার্ড আ’লীগের সভাপতি শামসুল আলম, আওয়ামী নেতা শাহাজাহান মিয়া, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংবাদিক তিলক রায় টুলু, উদীচীর সাধারন সম্পাদক জয়ন্ত রায়, ক্ষেত মজুর সমিতির সাধারন সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, নেত্রকোনা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।