নান্দাইলে রাত পোহালেই ভোট

কে হচ্ছেন শেরপুর ইউপির উপনির্বাচনে নতুন চেয়ারম্যান ?

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক, নান্দাইল আঞ্চলিক অফিস:

নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামিলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া (নৌকা), স্বতন্ত্র মোহাম্মদ বজলুর রহমান (আনারস), কফিল উদ্দিন (চশমা) ও মোঃ হারুন অর রশিদ (মোটর সাইকেল) ।

মঙ্গলবার (২০ অক্টোবর ) শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচন ৯টি কেন্দ্রে ৪৬ টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে ২০২৬৫ জন ভোটার । এদের মধ্যে পুরুষ ১০৪১২ জন, মহিলা ৯৮৫৩ জন।

উল্লেখ্য গত ১৮ আগষ্ট তারিখে শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোরহাব উদ্দিন মন্ডল মৃত্যুবরণ করেন। এতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। এলাকাবাসীদের মনে কৌতূহল শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসবেন কে ?
কে হচ্ছে উপনির্বাচনে নতুন চেয়ারম্যান ?