আমীর আহাম্মদ চৌধুরী রতন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার :

বিশিষ্ট শিাবিদ, ক্রীড়াব্যক্তিত্ব, সমাজসেবক, সংগঠক, সংস্কৃতিজন, মুকুল ফৌজ ও মুকুল নিকেতনের প্রতিষ্ঠাতা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের আহবায়ক আমীর আহাম্মদ চৌধুরী রতন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিকজোট নেতা এডভোকেট এম এ কাশেমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় এডভোকেট এএইচএম খালেকুজ্জামান, শাহাদাত হোসেন খান হীলু, এড ইমদাদুল হক মিল্লাত, এড ইমদাদুল হক সেলিম, কবি ইয়াজদানি কোরায়শী, নবী নেওয়াজ সরকার, মোস্তাফিজুর রহমাান ভাসানী, আজহার হাবলু, এড আব্দুল মোতালেব লাল, স্বাধীন চৌধুরী বক্তব্য রাখেন।

সভার সঞ্চালনায় ছিলেন আমজাদ দোলন। সভায় বক্তারা বলেন, অধ্যাপক আমীর আহাম্মদ চৌধুরী রতনের মৃত্যুতে ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটে ও সাংস্কৃতিক অঙ্গনে মারাত্বক শূন্যতার সৃষ্টি হয়েছে। যা পুরণ হবার নয়। সভায় শোকপত্র পাঠশেষে শোকপত্রটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।