ময়মনসিংহে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাবসায়ীদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

স্টাফ রিপোর্টার : দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাবসায়ীদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২০ নভেম্বর শুক্রবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশন মেয়র মো: ইকরামুল হক টিটু।
এসময় মেয়র টিটু বলেন, জীবন জীবিকা রার্থে ঐক্যবদ্ধ ভাবে করোনা মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধ ভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আন্তরিকতার মাধ্যমে সম্ভব করোনার ২য় ঢেউ মোকাবেলা করা।


মেয়র আরো বলেন, নিয়মিত মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার যথাযথ ব্যবহারের উদ্যোগ মানুষের কাছে পৌছে দিতে হবে। নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। করোনার ঢেউ মোকাবেলায় মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে হবে এবং সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে হবে।


মেয়র মো: ইকরামুল হক টিটু আরো বলেন, করোনা ২য় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন পুর্বের ন্যায় বিনামুলে মাস্ক, বিতরণ, জিবানুনাশক পানির স্পে দিয়ে রাস্তাঘাট পরিস্কার করণ কাজ শুরু করবে। আগামী সোমবার সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে একযোগে মাস্ক বিতরণ কাজ শুরু করবে।
দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) এর সভাপতিত্বে সিনিয়র সভাপতি শংকর সাহার সঞ্চালনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাবসায়ীদের করণীয় বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।

এসময় করোনা মোকাবেলায় করনীয় বিষয়ে বক্তব্য রাখেন দোকান মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তি আলহাজ্ব এস.এম বজলুর রহমান, মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, মুদ্রন শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক ফারুক খান পাঠান, কিনিক ডায়াগনষ্টিক সমিতির সাধারণ সম্পাদক মুনসুর আলম চন্দন, নোটারী কাবের সভাপতি ইমরান ওমর, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব মোশারফ, সাংবাদিক বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল, রবীন্দ্র নাথ পাল, নজরুল ইসলাম প্রমুখ। এসময় ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে নিয়মিত হাত পরিস্কার করা, মাস্ক পরিধানসহ করোনার সকল নিয়মকানুন মেনে চলার আহবান জানানো হয়।