নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে-মসিক মেয়র টিটু

নারী সাংবাদিক সংঘ'র প্রথম বর্ষপূতিতে

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

শিল্পী সরকার :

নারী পুরুষ একে অপরের পরিপূরক। নারীরা সামনে এগিয়ে যাবে এটা বাস্তবায়নের লক্ষে নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। নারীদের জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।

নারী সাংবাদিক সংঘ এর সার্বিক সফলতা কামনা করে নারী সাংবাদিক সংঘ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিক সংঘ এর আহবায়ক বাবলী আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সত্য সুন্দরে সৃষ্টির উল্লাস মূলসুরটিকে প্রতিপাদ্য করে ২য় বর্ষে পদার্পণ করেছে নারী সাংবাদিক সংঘ। এ উপলে গতকাল শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভুইঞা, আলোচক হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মামুন রেজা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, সুজন মহানগরের সভাপতি এড শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,গণমাধ্যম গবেষণা ও প্রশিণ ইনষ্টিটিউট ময়মনসিংহ এর পরিচালক স্বাধীন চৌধুরী, নেত্রকোনার সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম, বহুরূপী নাট্য সংস্থার যুগ্ম সচিব ওয়াহাব মাহমুদ রমজান, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়ক সজল কোরায়সী, কবি ও সংগঠক আলী ইউসুফ, দূর্গাবাড়ী ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুজ্জামান ছোটন, মুক্তিযোদ্ধা বিমল পাল, রয়েল মিডিয়া কলেজের প্রভাষক মীর্জা আরাফাত জাহান


প্রতিষ্ঠাবার্ষিকী উপলে নারী সাংবাদিক সংঘ তাদের ঘোষণাপত্রে আহবান করেন নিয়োগ ও পরিচয়পত্র ও ছয়মাস মাতৃত্বকালীন ছুটি প্রদানের নিশ্চয়তা, ওয়েজবোর্ড বাস্তবায়ন, কর্মেেত্র নিরাপত্তা নিশ্চিত করাসহ শ্রম আইন বাস্তবায়ন, প্রতিটি মিডিয়া হাউজে যৌন নির্যাতন প্রতিরোধ সেল গঠন, শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার, ব্রেষ্টফিডিং কর্ণার, স্যানিটেশনের ব্যবস্থা, প্রতিটি প্রেসকাবে নারী সাংবাদিকদের জন্য সদস্যপদ সংরণ এবং প্রশিণের মাধ্যমে দতা উন্নয়নের জন্য নারী সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধি।

এসময় উপস্থিত ছিলেন, শিকনেতা খন্দকার সুলতান আহমেদ, আইইডির প্রোগ্রাম কো অর্ডিনেটর নাসরিন বেগম, ব্রাক ইউডিপির মাঠ সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি আহমেদ শরীফ মামুন, ময়মনসিংহ যুবনাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী সাধারণ সম্পাদক মতিউর রহমান ফয়সাল, আলোকশিখার সাজ্জাদুর রহমান সাজ্জাদ,মানবসেবায় আমরা ময়মনসিংহ সংঠনের সদস্য, ময়মনসিংহ সাইকিষ্টসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী সাংবাদিক সংঘ এর সদস্য নাজনীন সুলতানা লাকি। সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্পী সরকার, সালমা আক্তার, শাপলা আক্তার, খাদিজা আকন্দ আশা প্রমুখ।