নান্দাইলে পানি সম্পদ প্রতিমন্ত্রী বেরিবাঁধসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক, নান্দাইল আঞ্চলিক অফিস:

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল মোহাম্মদ জাহিদ ফারুক এমপি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার উজানপাড় কমর ভাঙ্গা বেরিবাঁধসহ পৌর শহরের নরসুন্দা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন।

তিনি নরসুন্দা নদীর সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, চন্ডীপাশা হাই স্কুল, দশালিয়া, মডেল থানা, পাইলট বালিকা বিদ্যালয়ে পাশে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন , নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য মোঃ আবুবক্কর সিদ্দিক বাহার সহ দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নান্দাইল উপজেলার পরিষদের হলরুমে এক আলোচনা সভায় ‌প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল মোহাম্মদ জাহিদ ফারুক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙ্গন এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নে কাজে গুরুত্ব দিচ্ছেন। নদী ও খাল খনন, বেড়ীবাঁধ নির্মাণ এবং নদী ভাঙ্গন এলাকার মানুষকে পূনর্বাসন করছেন।
নান্দাইলের নদী ভাঙন প্রতিরোধে করণীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। নান্দাইল পৌর শহরকে নান্দনিক করতে তিনি প্রতিশ্রুতি দেন।