নান্দাইলের শেরপুর ইউপির উপনির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থী বৈধ

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

শাহ্ আলম ভূঁইয়া ও রিপন চন্দ্র বর্মণ, নান্দাইল আঞ্চলিক অফিস:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ মনোনীত হয়েছে।

শনিবার ( ২৬ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান এ ঘোষণা দেন।

যাচাই-বাছাইয়ে বৈধ বলে মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া (আওয়ামীলীগ), মোঃ জিয়া উদ্দিন ( বিএনপি),স্বতন্ত্র তিন জন হলেন- মোহাম্মদ বজলুর রহমান , মোঃ কফিল উদ্দিন ও মোঃ হারুন অর রশিদ ।

নান্দাইল উপজেলার নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাচঁজন প্রার্থীর প্রার্থিতা বিশ্লেষণ করে এবং সকল প্রকার যাচাই-বাছাইয়ের কাজ শেষ করে তাদের মনোনয়ন পত্র বৈধতা ঘোষনা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে নানান পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট উপজেলার শেরপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সোহরাব উদ্দীন মন্ডলের মৃত্যুজনিত কারণে এ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।